হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস মুখতাসারু তারীখে দামেস্ক – ইবনে মাঞ্জুর, ফাযায়েলুস সাহাবা, খাসায়েসে নাসায়ী, আল মুস্তাদরাক-হাকেম, মানাকিবে খারেযমী পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
مَنْ سَبَّ عَلِيّاً فَقَدْ سَبَّنِي.
যে ব্যক্তি আলীকে গালমন্দ করে সে যেন আমাকেই গালি দিল।
(মুখতাসারু তারীখে দামেস্ক – ইবনে মাঞ্জুর ১৭:৩৬৬, ফাযায়েলুস সাহাবা ২:৫৯৪/১০১১, খাসায়েসে নাসায়ী :২৪, আল মুস্তাদরাক-হাকেম ৩:১২১, মানাকিবে খারেযমী : ৮২)